ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাউখালীতে আগুনে পুড়লো ৮ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
কাউখালীতে আগুনে পুড়লো ৮ দোকান

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে। শনিবার (২২ এপ্রিল) দিনগত রাত ১২টা দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাশিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাহামুদ হাসান জানান,  আগুনে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে ও একটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। এতে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

তিনি আরও জানান, বাজারের আজিজ খন্দকারের রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- বারেক শিকদারের কাঁচামালের আড়ৎ, বশিরের মুদি দোকান ও স্টোর, একটি প্লাস্টিকের কারখানা, একটি দড়ি-কাঁচি ও সুতার দোকান, একটি দর্জি দোকান। এছাড়া একটি দোকান আংশিক পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী মো. বশির ডাকুয়া জানান, তার পাইকারি ও খুচরা বিক্রির দোকানসহ একটি স্টোর রুম পুড়ে গেছে।  

তিনি আরও জানান, রাতে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।