ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
বগুড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে রাজা মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের বি-ব্লক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রাজা মিয়া উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের মৃত শুকর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বি-ব্লকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাজা ছিটকে মহাসড়কে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মোটরসাইকেলটি ফাঁড়িতে রাখা আছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।