ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৯৯৯ নম্বরে কলে যৌনপল্লি থেকে তরুণী উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
৯৯৯ নম্বরে কলে যৌনপল্লি থেকে তরুণী উদ্ধার

ঢাকা: চাকরির প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র এক তরুণীকে ফরিদপুরের যৌনপল্লিতে নিয়ে বিক্রি করে দেয়।  ভুক্তভোগী তরুণীর বয়স ১৯ বছর।

তার বাড়ি বান্দরবানে। প্রায় দুই মাস ধরে ওই যৌনপল্লিতে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য হন ভুক্তভোগী।  সুযোগ পেয়ে ভুক্তভোগী তরুণী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল করে ব্যবস্থা নেওয়া অনুরোধ জানালে তাকে উদ্ধার করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে জরুরি সেবা ৯৯৯ নম্বরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পরিদর্শক মো. আনোয়ার সাত্তার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় দুই মাস আগে একটি দালাল চক্র এক তরুণীকে ওই যৌনপল্লিতে বিক্রি করে দেয়। প্রায় দুই মাস ধরে ফরিদপুরের ওই যৌনপল্লিতে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য হন ভুক্তভোগী ওই তরুণী। এমন অভিযোগ জানিয়ে সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ নম্বরে অনুরোধ জানান।

পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ কলটেকার কনস্টেবল বরকত শেখ কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ ডিসপাচার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিল্টন বালা সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে কোতোয়ালি থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) নাঈম ৯৯৯ নম্বরকে জানান, তারা তরুণী কলারকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। পরে কলারের অভিভাবকদের খবর দেওয়া হলে তারা থানায় এসে পৌঁছালে তাদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয় তাকে।  

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।