ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ৩ চাঁদাবাজ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
সোনারগাঁয়ে ৩ চাঁদাবাজ আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গণপরিবহনে চাঁদাবাজিকালে তিন চাঁদাবাজকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর মোড় থেকে তাদের আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) টিআই মো. ইব্রাহিম।

আটক তিন চাঁদাবাজরা হলেন- সোহাগ (২০), সুজন (২১) ও জনি (২৩)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন গণপরিবহন থেকে চাঁদাবাজির নগদ ১৫৯০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) টিআই মো. ইব্রাহিম জানান, চাঁদাবাজিকালে হাতে-নাতে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।