ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুর জেলা পরিষদ সদস্যকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
ফরিদপুর জেলা পরিষদ সদস্যকে কুপিয়ে জখম এখলাস আলী ফকির

ফরিদপুর: ফরিদপুর জেলা পরিষদ সদস্য এখলাস আলী ফকিরকে (৪৫) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।  

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শৈলডুবী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

 

জানা গেছে, এখলাস আলী ওই গ্রামের সাবেক ইউপি সদস্য লতিফ মাতুব্বরের নাতনীর বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। এ সময় প্রতিপক্ষ গ্রুপের অন্তত ৭-৮ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা করে ও কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় তাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সংবাদ লেখা পর্যন্ত সেখানেই তার চিকিৎসা চলছিল।  

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তীকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষ এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

উল্লেখ, ফরিদপুর সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে দুইটি গ্রুপ বিদ্যমান। একটি গ্রুপের নেতৃত্ব দেন বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামান তিতাস, অপরটির নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির। হামলার শিকার এখলাস আলী ফকির বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামানের সমর্থক। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই দু’পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।