ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

সিলেট: সিলেটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লবিব আহমদ (৪২) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (২৬ এপ্রিল) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা পুলিশ।

 

দণ্ডপ্রাপ্ত লবিব জকিগঞ্জ উপজেলার লোহারমহল গ্রামের মৃত তাহির আলীর ছেলে।  

মামলা সূত্র জানায়, সিলেটের বিয়ানীবাজার থানায় দায়ের করা মাদকের একটি মামলায় ২০১৩ সাল থেকে পলাতক ছিলেন লবিব। ওই মামলায় ২০২২ সালের ২৭ অক্টোবর সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামি লবিবের বিরুদ্ধে ওই সাজা পরোয়ানা ছাড়াও জকিগঞ্জ থানায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।