ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
ফেনীতে স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

ফেনী: স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শহিদুল ইসলাম সুমনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পশ্চিম সিলোনিয়া গ্রামের বাসিন্দা আবদুছ সামাদের মেয়ে তাসলিমা আক্তার ও একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মৃত খাজা আহমদের ছেলে শহিদুল ইসলাম সুমন ২০০৫ সালের নভেম্বর মাসে ভালোবেসে বিয়ে করেন।

পরে উভয় পরিবারের সম্মতিতে সামাজিকভাবে সুমন স্ত্রী তাসলিমাকে তার বাড়িতে নিয়ে যান। তাদের পরিবারে বর্তমানে দুটি ছেলে-মেয়ে রয়েছে। কয়েক বছর সুন্দরভাবে তাদের সংসার চলছিল। পরে তাসলিমা জানতে পারেন, তার প্রবাসী স্বামী অন্য নারীতে আসক্ত। এসব বিষয়ে তাসলিমা বিভিন্ন সময় প্রতিবাদ করলে তাদের পরিবারে নেমে আসে অশান্তি। সুমন প্রবাস থেকে দেশে ফিরে তাসলিমাকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করতেন। এক পর্যায়ে সুমন পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় তাসলিমা তার সন্তানদের নিয়ে বিপাকে পড়েন। দুই সন্তানের পড়ালেখার খরচ, সংসার চালানো কঠিন হয়ে পড়ে তার জন্য।

২০২২ সালে হঠাৎ সুমন বিদেশ থেকে ফোন করে স্ত্রী তাসলিমাকে বলেন বিদেশ আর ভালো লাগে না, দেশে এসে কিছু করবো। বাপের বাড়ি থেকে ৫ লাখ টাকার ব্যবস্থা করে দিতে বলেন তিনি। তাসলিমা এ বিষয়ে সম্মতি না দিলে সুমন পারিবারিকভাবে তাকে হেনস্থা করেন। তাসলিমাকে তার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করেন। টাকা না দিলে প্রায়ই তার ওপর শারীরিক নির্যাতন চালানো হতো। সবশেষ গত ২৯ অক্টোবর সকালে তাসলিমার ওপর শারীরিক নির্যাতন চালায় সুমনের ভাই-বোনরা। তখন এ ঘটনা তার মাকে জানালে আত্মীয় স্বজনরা এসে তাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে ওই দিনই এ ঘটনায় ফেনী মডেল থানায় অভিযোগ করেন তাসলিমা। পরে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় চলতি মাসের ৫ তারিখে আসামি শহিদুল ইসলাম সুমনের নামে ওয়ারেন্ট জারি হলে ফেনী মডেল থানা পুলিশ বুধবার তাকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ফেনীতে নিয়ে আসে।  

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, আসামিকে বৃহস্পতিবার আদালতে উপস্থিত করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।