ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্পেন যেতে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করা যাবে অনলাইনেও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
স্পেন যেতে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করা যাবে অনলাইনেও

ঢাকা: দ্বৈত নাগরিকত্ব এবং স্পেনে গমনেচ্ছুদের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন অফলাইনের পাশাপাশি অনলাইনেও করা যাবে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতিতে বলা হয়েছে, আগামী ২ মে থেকে অফলাইনের পাশাপাশি বাংলাদেশ থেকে অনলাইনে দ্বৈত নাগরিকত্ব এবং স্পেনে গমেনুচ্ছদের পুলিশ ক্লিয়ারেন্স সনদের আবেদন গ্রহণ করা হবে।

scs.ssd.gov.bd ঠিকানায় ডুয়াল সিটিজেনশিপ এবং পুলিশ ক্লিয়ারেন্স (স্পেন) শিরোনামের লিংক থেকে যথাক্রমে দ্বৈত নাগরিকত্ব এবং স্পেনে গমনেচ্ছুদের পুলিশ ক্লিয়ারেন্স সদনপত্রের আবেদন দাখিল করা যাবে। আবেদনকারীকে তার নিজস্ব ই-মেইল দিয়ে লগ ইন করতে হবে। প্রাপ্ত আবেদনগুলো অনলাইনে নিষ্পত্তির পর সিস্টেম জেনারেটেড একটি মেইল আবেদনকারী ই-মেইলে প্রাপ্ত হবেন।

এছাড়া scs.ssd.gov.bd ঠিকানায় লগ ইন করে কিউআর কোড সম্বলিত ডিজিটাল সদন ডাউনলোড করে সংগ্রহ করা যাবে এবং বিদেশ থেকে অনলাইনে আবেদন গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
জিসিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।