ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, মে ২, ২০২৩
শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ফাইল ফটো

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যহাতির আক্রমণে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ মে) সন্ধ্যায় উপজেলার হাতিবর টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামিদ ওই এলাকার ছামেদ আলীর ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বন্যহাতির একটি দল হালুয়াহাটি গ্রামের বোরো ধান ক্ষেতে হানা দেয়। এ সময় ফসল রক্ষা করতে এলাকাবাসী লাঠি-মশাল নিয়ে হাতির দলকে ধাওয়া করে। এতে ক্ষুব্ধ হয় হাতির দল। এক পর্যায়ে কৃষক হামিদ এগিয়ে গেলে একটি হাতি তাকে পদতলে পিষ্ট করে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে আবেদনের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, মে ০২, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।