ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সেতুর রড চুরির ঘটনায় নির্দোষকে ফাঁসানোর চেষ্টা, অডিও ফাঁস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মে ২, ২০২৩
সেতুর রড চুরির ঘটনায় নির্দোষকে ফাঁসানোর চেষ্টা, অডিও ফাঁস ভেঙে ফেলা সেতু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ির সীমান্ত সড়কে সরকারি অর্থায়নে নির্মিত তিনটি সেতুর রড প্রকাশ্যে চুরি ঘটনা নতুন মোড় নিয়েছে। ইতোমধ্যে জেলার আলোচিত ঘটনাটির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

এদিকে এ ঘটনায় স্বপ্রণোদিত হয়ে আদালতের করা মামলাটির তদন্ত করছে ডিবি পুলিশ। অডিওটি এই মামলায় ‘ডকুমেন্ট’ হিসেবে যুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।  

পাঁচ মিনিট ৫২ সেকেন্ডের অডিওতে চারজনের কথোপকথন শোনা যায়। অডিওতে রড চুরির ঘটনায় নাজমুল নামের এক ব্যক্তিকে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিতে বলা হয়। একই সঙ্গে জয়নাথ দেব নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ফাঁসানোর বিষয়টি ওঠে আসে। জয়নাথ দেব জেলা আওয়ামী লীগের সদস্য। চারজনের কথোপকথনের মধ্যে নাজমুল ছাড়া অপর দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার উত্তম কুমার দেব ও পানছড়ি ৫ নম্বর ওয়ার্ড সদস্য জব্বার হোসেন। মিথ্যা তথ্য দিয়ে ফাঁসাতে চাওয়া নাজমুল পেশায় অটোরিকশা চালক বলে জানা গেছে।

ফাঁস হওয়া অডিওর শুরুতে এক ব্যক্তি নাজমুলের সঙ্গে জব্বার হোসেনের কথা বলিয়ে দেন। তখন জব্বার হোসেন নাজমুলকে শিখিয়ে দেন পুলিশকে তিনি যেন বলেন, জয়নাথ দেব তার কাছে চুরি যাওয়া রডগুলো ৪০ টাকা দরে বিক্রি করেছেন। তিনি জয়নাথ দেবের তালুকদার পাড়াস্থ বাসা থেকে অটোতে করে রডগুলো নিয়ে আসেন। কোনোভাবে উত্তমের নাম বলতে বারণ করেন। নাজমুলের জন্য প্রয়োজনে ২০ লাখ খরচ করবেন এবং তিনি গ্রেপ্তার হবেন না জানিয়ে অভয় দেন। যদি পুলিশ তাকে গ্রেপ্তার করে, তবে হাইকোর্ট থেকে জামিন করা হবে।

অডিওতে উত্তম কুমার দেবও নাজমুলের সঙ্গে কথা বলেন। নাজমুলকে অভয় দিয়ে নিশ্চিন্তে থাকতে বলেন। তার মোবাইল বন্ধ করে রাখতে বলেন। তাকে ফোন না দিয়ে জব্বার এবং জনৈক হানিফের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এ সময় নাজমুল নিজের ভয়ের কথা বলতে শোনা যায়।

এরপর জব্বার-নাজমুলের ফের কথোপকথনে জব্বার নাজমুলকে ৪/৫ দিন বাইরে থাকতে বলেন। জনৈক হানিফ খরচের জন্য পাঁচ হাজার টাকা পাঠাবে। এছাড়া ব্যবহৃত সিম খুলে ফেলে নতুন সিম ব্যবহার করতে বলা হয় ওই অডিওতে।

এই বিষয়ে জয়নাথ দেব সাংবাদিকদের বলেন, এসব অপরাধের মূলোৎপাটনে সচেষ্ট থাকি বলে অপরাধীরা ক্ষুব্ধ হয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এ সময় তিনি এই ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান।

তবে উত্তম কুমার দেবের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অপর দিকে জব্বার হোসেনের মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

এদিকে সরকারি সেতু ভেঙ্গে রড চুরির ঘটনায় স্বপ্রণোদিত হয়ে খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জি.এম ফারহান ইসতিয়াক একটি মামলা করেন। তিনি জেলা ডিবি পুলিশের পরিদর্শককে ৩০ এপ্রিলের মধ্যে তদন্তের নির্দেশ দেন। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।
 
ডিবি পুলিশ পরিদর্শক মো. শামসুজ্জামান বলেন, ফাঁস হওয়া অডিও মামলায় নথিভুক্ত করা হবে। এছাড়া ঘটনা তদন্তে উত্তম কুমার দেবসহ যার নাম আসবে তার নাম উল্লেখ করা হবে। আদালতের দেওয়া সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত হলেও তিনি আরও ১৫ দিন সময় বাড়ানোর আবেদন করেছেন বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের জন্য ২০১৬/১৭ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় পানছড়ির পিআইও কার্যালয় লোগাং ইউনিয়নের ছনখোলা রাস্তার মাঝখানে এবং একই ইউনিয়নের দূর্গামনি পাড়া যাওয়ার রাস্তায় ৪০ ফুট দৈর্ঘ্যের দুটি সেতু নির্মাণ করা হয়। এছাড়া হারুবিল-কচুছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত একটি কালভার্টের রডও চুরি হয়ে যায়। এই ঘটনায় প্রথমে থানায় সাধারণ ডায়েরি করা হয়। ঘটনার জন্য শুরু থেকে উত্তম কুমার দেবকে দায়ী করা হচ্ছিল।

যদিও গত ২৬ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ির টিঅ্যান্ডটি এলাকার নাজমুলের বসত ঘরের পেছন থেকে চুরি হওয়া বিভিন্ন সাইজের ৫৮পিস রড উদ্ধার করে ডিবি পুলিশ। যার ওজন প্রায় ৭৫৫ কেজি।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ০২, ২০২৩
এডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।