ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে ডিইউজের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মে ৩, ২০২৩
সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে ডিইউজের শোক

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।  

মঙ্গলবার (২ মে) ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক শোক বার্তায় বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে নেতারা বলেন, কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। দেশের সংবাদ মাধ্যমের রূপান্তরের এই সময়ে তার মতো পথিকৃৎ সাংবাদিক ও সংগঠক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। কামরুল ইসলাম চৌধুরীর শূন্যতা সহসাই পূরণ হওয়ার নয়।  

জানা যায়, যকৃতের অসুস্থতাজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

দৈনিক সংবাদের মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন। অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকতায় তিনি বেশ সুনাম অর্জন করেন। পরে তিনি দেশের অন্যতম প্রধান পরিবেশ সাংবাদিক হিসেবে আবির্ভূত হন। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বার্তা সম্পাদক থেকে অবসরে যান তিনি।  

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, মে ৩, ২০২৩
টিএ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।