ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের উন্নয়নে কাজ করবে যুক্তরাজ্য

মহিউদ্দিন মাহমুদ, স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, মে ৬, ২০২৩
বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের উন্নয়নে কাজ করবে যুক্তরাজ্য

লন্ডন (যুক্তরাজ্য) থেকে: বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টর শক্তিশালী করতে যুক্তরাজ্যের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির বিনিয়োগ মন্ত্রী লর্ড ডমিনিক জনসন।  

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (৫ মে) স্থানীয় একটি হোটেলে বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ‘অ্যাভিয়েশন অংশীদারিত্ব’ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ‘জয়েন্ট কমিউনিক’ সই করে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

 

এ জয়েন্ট কমিউনিক সইয়ের পর এক টু্ইট বার্তায় যুক্তরাজ্যের বিনিয়োগ মন্ত্রী লর্ড ডমিনিক জনসন বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টর শক্তিশালীকরণে যুক্তরাজ্যের আগ্রহের কথা জানিয়ে বলেন, একটি কার্যকর ‘অ্যাভিয়েশন অংশীদারিত্বের’ মাধ্যমে বাংলাদেশের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি শক্তিশালী হওয়ার পাশাপাশি উভয় দেশেই নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ারবাস থেকে যাত্রী ও মালামাল পরিবহন বিমান ক্রয়সহ বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার জন্য একটি জয়েন্ট কমিউনিক সই করে দুই দেশ।

এতে সই করেন বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি ও যুক্তরাজ্যের পক্ষে সেদেশের বিনিয়োগ মন্ত্রী লর্ড ডমিনিক জনসন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সংক্রান্ত বাণিজ্য দূত রোশনারা আলী।

এ উদ্যোগের ফলে বাংলাদেশের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির উন্নয়নের পাশাপাশি যুক্তরাজ্যসহ এয়ারবাসের অন্যান্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।
 
এতে আরও জানানো হয়, এয়ারবাস থেকে বিমান ক্রয়ের ক্ষেত্রে যুক্তরাজ্যের এক্সপোর্ট ফাইন্যান্স থেকে সহজ শর্তে দীর্ঘ মেয়াদী ঋণ সুবিধাও পেতে পারে বাংলাদেশ।

বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরের সম্প্রসারণ ও এর বহুমাত্রিকতা আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং যাত্রী পরিবহন ও কার্গো ব্যবসার ক্ষেত্রে ‍বিমানের সক্ষমতাকে অনেক উচ্চ স্থানে নিয়ে যেতে পারে।
 
এ ‘জয়েন্ট কমিউনিক’ সইয়ের পর সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন,  এ উদ্যোগের ফলে এয়ারবাস এবং বাংলাদেশ বিমানের মধ্যে দীর্ঘ ও কার্যকর সম্পর্ক স্থাপিত হতে পারে, যার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউকে, ফ্রান্স, জার্মানি তথা ইইউ’র বর্তমান সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।
 
বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।