ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ডিএমপির পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তা বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ৯, ২০২৩
ডিএমপির পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তা বদলি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (৮ মে) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. মাহমুদ হাসানকে ডিবি গুলশান বিভাগে, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামানকে ভাষানটেক থানায় অপারেশন, বিমানবন্দর থানার অপারেশন মো. শফিকুল ইসলামকে হাতিরঝিল থানায় তদন্ত, ভাষানটেক থানার পরিদর্শক মো. খোরশেদ আলম বিমানবন্দর থানায় অপারেশন, পরিদর্শক মো. মাহমুদুর রহমানকে ট্রাফিক-ওয়ারী বিভাগে, পরিদর্শক মো. সিরাজুল ইসলামকে পিআই দক্ষিণখানে ও পরিদর্শক মো. কামাল হোসেন সিকদারকে ডিএমপির প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।