ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রিকশাচালককে নারী আইনজীবীর মারধর, যশোরে তোলপাড় 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ৯, ২০২৩
রিকশাচালককে নারী আইনজীবীর মারধর, যশোরে তোলপাড় 

যশোর: যশোরে চলন্ত রিকশায় দুর্ঘটনাবসত পথচারী আইনজীবী আরতি রাণী ঘোষ সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় ক্ষিপ্ত হয়ে চালককে পিটিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে দেশব্যাপী আলোচিত হলেও যশোরে ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়েছে।  

মঙ্গলবার (৯ মে) সকাল থেকে আদালতপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ঘটনাটি।

তবে, অভিযুক্ত ওই নারী আইনজীবীকে আদালতে আসতে দেখা যায়নি এবং ফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে।  

এর আগে রোববার (৮ মে) যশোর আদালতের সামনে শেখ মুজিবুর রহমান সড়কে (মুজিব সড়ক) তুচ্ছ এ ঘটনাটি ঘটে। এ সময় উত্তেজিত নারী আইনজীবী ওই রিকশাচালককে মারধর করেন।

আরতি ঘোষ শহরের আম্বিকা বসু লেনের মৃত নীলরতন ঘোষের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই আইনজীবীর কাছে রিকশাচালক মাফ চেয়ে এবং উপস্থিত লোকজন থামাতে অনুরোধ করেও তাকে নিবৃত করতে পারেনি। রিকশাচালককে একনাগাড়ে এলোপাতাড়ি চড় মারার সঙ্গে জুতাপেটাও করেছেন।
 
অভিযুক্ত আইনজীবী আরতি রানী দাবি করেন, তিনি কোর্ট থেকে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। তিনি পায়ে ও মাথায় প্রচণ্ড আঘাতও পেয়েছেন। এ কারণে নিজেকে সামাল দিতে না পেরে উত্তেজিত হয়ে তিনি এটি করেছেন।
 
এমন আচরণ করা ঠিক হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওকে কি পূজা করব?’ ওই আইনজীবীর দাবি, রিকশাচালককে মেরে তিনি সঠিক কাজ করেছেন।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৬ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, কালো গাউন পরা ৫০ বছর বয়সী এক নারী আইনজীবী রিকশাচালককে জামার কলার ধরে রিকশা থেকে নামিয়ে একের পর এক চড় মারছেন। মারতে মারতে তাকে রিকশার চাবি নিয়ে পৌরসভায় যেতে বলেন। জামার কলার ধরে বারবার রিকশাচালককে পৌরসভায় নিয়ে লাইসেন্স বাতিল করার হুমকিও দিতে দেখা যায়। এ সময় রিকশাচালক হাত উঁচু করে মাফ চান। বারবার রিকশাচালক আকুতি-মিনতি করলেও ওই আইনজীবীর মন গলতে দেখা যায়নি। বরং তিনি আরও চড়াও হয়ে এলোপাতাড়ি চড় মারতে থাকেন। এ সময় সড়কে পথচারীরা ওই আইনজীবীকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন।  

ভিডিওতেই এক পথচারীকে বলতে শোনা যায়, ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় রিকশাচালক রিকশা নিয়ে চলে যান।  

যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী মোর্তজা ছোট বাংলানিউজকে বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, আইনজীবী গাউন পরে এ ধরণের ঘটনা ঘটিয়ে আমাদেরকে বিব্রত করেছে। ওই আইনজীবীর বিরুদ্ধে সংগঠনের আইন মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও এ ঘটনায় আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, মে ০৯, ২০২৩
ইউজি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।