ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে ৩০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ৯, ২০২৩
তেজগাঁওয়ে ৩০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার জব্দ করা গাঁজা

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ইমরান হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।  

সোমবার (০৮ মে) রাজধানীর পূর্ব নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দলের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা নিয়ে এসে ঢাকায় বিক্রি করেন বলে জানিয়েছেন ইমরান।

গ্রেপ্তার ইমরানের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।