ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

শিশুদের নিয়ে জাতীয় পর্যায়ে উপস্থিত অভিনয়ে প্রথম খুলনার জায়ান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
শিশুদের নিয়ে জাতীয় পর্যায়ে উপস্থিত অভিনয়ে প্রথম খুলনার জায়ান

খুলনা: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হবে।

২০২৩ সালের শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উপস্থিত অভিনয়ে ক বিভাগ থেকে এবার প্রথম স্থান অধিকার করেছে খুলনার জায়ান খান (১০)।

 

থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে আটটি বিভাগের প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে জায়ান প্রথম স্থান অর্জন করে।

শনিবার (২৯ জুলাই) দুপুরে বাংলাদেশ শিশু একডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। জায়ান খুলনার নেভি অ্যাংকর স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র।

জায়ান ব্যাংক কর্মকর্তা জহির উদ্দিন খান ও খুলনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি কানিজ সুলতানার একমাত্র সন্তান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের কথা রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।