ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর থানায় পুলিশের মামলায় বিএনপির অজ্ঞাতনামা ৮০ আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
বিমানবন্দর থানায় পুলিশের মামলায় বিএনপির অজ্ঞাতনামা ৮০ আসামি

ঢাকা: রাজধানীর উত্তরা জসীমউদ্দিন এলাকায় পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। দলটির অন্তত ৭০ থেকে ৮০ নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেছে বিমানবন্দর থানা পুলিশ।

শনিবার (২৯ জুলাই) রাতে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ- বেআইনিভাবে জনবদ্ধতা, দেশিয় অস্ত্রসহ নিয়ে সরকারি কাজে বাধা দান, জনগণের চলাচলে বাধা সৃষ্টি, রাস্তায় অবরোধের চেষ্টা, পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে আহত করা ও ককটেল বিস্ফোরণ করে ত্ৰাস সৃষ্টি করার অপরাধ। আসামিদের বিরুদ্ধে পেনাল কোড আইনের ১৪৩/১৪৭/ ১৮৬/৩৩২/৩৫৩/১০৯ পেনালকোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ (সংশোধনী/২০০২) এর ৩/৪/৫ ধারার অপরাধের মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক ও দুই কনস্টেবলসহ মোট তিনজন আহত হয়েছেন। আসামিদের নাম ঠিকানা সংগ্রহ, ও শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে পুলিশ কিছু আলামত উদ্ধার করে যা একটি জর্দার কৌটায় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো অংশ বিশেষ, এর ভেতরে কিছু কাঁচের টুকরা, কয়েকটি পাথর ও জর্দার কৌটার বিস্ফোরিত আরও লাল স্কচটেপের পোড়া অংশ বিশেষ উদ্ধার করা হয়।

শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ প্রবেশ পথে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করার কথা ছিল। সে মোতাবেক বিমানবন্দর থানাধীন ১ নম্বর সেক্টরের স্কলাস্টিকা স্কুলের সামনে বেলা অনুমানিক ১টা ৩০ মিনিটে অজ্ঞাতনামা ৭০/৮০ জন বিএনপি দলীয় কর্মী দেশিয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সেখানে যান চলাচলে বাধা সৃষ্টি করে। তারা গাড়ি ভাংচুরের চেষ্টা করে এক পর্যায়ে রাস্তার পশ্চিম পাশে অবস্থান করে অবরোধ করার চেষ্টা করে।

ঢাকা ব্যাংকের সামনে পুলিশ অবস্থান করলে বিএনপির নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে এবং উপর্যুপরি ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশের বিমানবন্দর থানার এএসআই মো. নাসির উদ্দিন, কনস্টেবল রথিন্দ্র চন্দ্র বিশ্ব শৰ্মা, মো. ইমদাদুল হক ও মো. আবুল হোসেন আহত হন। পরে তাদের ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ ফোর্সের সহায়তায় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। অজ্ঞাতনামা আসামিদের ছোঁড়া একটি ককটেল স্কলাস্টিকা স্কুলের সামনে গার্ডেনের ভেতর অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেটি উদ্ধার করা হয়েছে বলেও উল্লেখ করা হয় এজাহারে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এসজেএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।