ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে বিএফইউজে ও সিইউজের শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
বঙ্গবন্ধুর সমাধিতে বিএফইউজে ও সিইউজের শ্রদ্ধাঞ্জলি

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতারা।  

শনিবার (৫ আগস্ট) দুপুরে শ্রদ্ধা নিবেদন শেষ তারা বঙ্গবন্ধুর অম্লান স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

এরপর ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ পনেরোই আগস্টের কালরাতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি জন্য বিশেষ প্রার্থনা করা হয়। বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদের নেতৃত্বে দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছান সিনিয়র সাংবাদিকসহ নেতারা।

শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা এবং বিএফইউজে’র সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং বিএফইউজের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়েরুজ্জামান কামাল, সদস্য নূরে জান্নাত আক্তার সীমা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবতী এবং সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের নেতৃত্বে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। এ সময় বিএফইউজে-চট্টগ্রাম বিভাগের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সদস্য প্রণব বড়ুয়া অর্ণব ও আজহার মাহমুদ উপস্থিত ছিলেন।  

এ ছাড়া ঢাকা,  রাজশাহী, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ররিশাল, খুলনা, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, যশোর, দিনাজপুর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা পৃথকভাবে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।