গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাসহড়া এলাকায় বাস-সিএনজিচালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে রিফাত (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (৭ আগস্ট) সকালে মাওনা ও বরর্মী সড়কে এ দুর্ঘটনা ঘটে। রিফাত ময়মনসিংহের গফরগাঁও থানার ভাটিপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
আহতরা হলেন- মো. জাহিদ (২৩), মো. সিয়াম (২০) ও নাঈম (৩৮) এবং আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুরে ভাড়া বাসায় থাকতেন রিফাত। সেখানে থেকে স্থানীয় একটি টেক্সটাইলের কারখানায় চাকরি করতেন তিনি। সকালে সিএনজিচালিত অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন রিফাত। অটোরিকশাটি তেলিহাটি ইউনিয়নের বেকাসহড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিফাত মারা যান। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বাংলানিউজকে জানান, বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
আরএস/আরআইএস