পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাতের আধাঁরে পিকআপভ্যানে করে ভারতে চা পাচারের সময় আব্দুল মাজেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
সোমবার (০৭ আগস্ট) আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আব্দুল মাজেদ পঞ্চগড় সদর উপজেলার জগদল গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, ভারতে চা পাচারের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোমবার ভোরে চা ভর্তি একটি পিকআপভ্যানসহ মাজেদকে ভজনপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরও ৩-৪ জন সহযোগী পালিয়ে যান।
জানা গেছে, জব্দকৃত ৪০ বস্তা চায়ের বাজার মূল্য প্রায় ২ লাখ ৭ হাজার টাকা। আর প্রতি বস্তায় চা ছিল ৪৫ কেজি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তারের পর বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এদিকে মামলা দায়ের শেষে গ্রেপ্তার মাজেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এফআর