ঢাকা: ইরানের শিরাজ শহরের পবিত্র শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নিরপরাধ তীর্থযাত্রী ও ধর্মীয় স্থানের ওপর হামলাকে বুদ্ধিহীন ও কাপুরুষতাপূর্ণ কাজ বলে মনে করে বাংলাদেশ। এ ধরনের জঘন্য হামলার বিরুদ্ধে ইরানের জনগণের সঙ্গে বাংলাদেশ সংহতি প্রকাশ করে। বাংলাদেশ দৃঢ়ভাবে সব ধরনের সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার শোকাহত পরিবার এবং ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানায়।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট শাহ চেরাগ মাজারে হামলায় দু'জন মারা যান। আহত হন অনেকেই। এক বছরের মধ্যে এ মাজারে এটি দ্বিতীয় হামলা।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
টিআর/আরআইএস