ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
গাজীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার কড্ডা বাজার এলাকায় বাসের ধাক্কায় যুগল রানি মণ্ডল (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

যুগল রানি মণ্ডল গাজীপুর সিটি করপোরেশনের কালাকুর এলাকার মৃত কার্তিক চন্দ্র মণ্ডলের স্ত্রী।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, সকালে কড্ডা বাজার এলাকায় হেঁটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন যুগল রানি। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।