ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলের টাংকিতে লুকিয়ে গাঁজা পাচার, গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
মোটরসাইকেলের টাংকিতে লুকিয়ে গাঁজা পাচার, গ্রেপ্তার ১

গাইবান্ধা: মোটরসাইকেলের তেলের টাংকির ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা পাঁচ কেজি গাঁজাসহ আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আশরাফুল রংপুর জেলার কোতয়ালী থানার নিউ জুম্মা পাড়া এলাকার সহিদার রহমানের ছেলে।

ওসি মাসুদ রানা জানান, বুধবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদরের কুপতলা ইউনিয়নের নাখরাজ গ্রামে আব্দুল কাদের মিয়ার দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে চেকিং করছিল পুলিশ। এ সময় মোটরসাইকেল আরোহী আশরাফুলকে থামিয়ে তল্লাশি করা হলে বাইকের টাংকির ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা পাঁচ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২২,তারিখ-১৭/০৮/২০২৩) দায়ের করা হয়েছে।

বিকেলে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।