ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

জেলের জালে ৬০ কেজি ওজনের পাখি মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
জেলের জালে ৬০ কেজি ওজনের পাখি মাছ

পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে মাহবুব মাঝি (৪৬) নামে এক জেলের জালে ধরা পড়েছে তিনটি পাখি মাছ। এর মধ্যে একটির ওজন ৬০ কেজি ও অপর দুটির ওজন ১০ কেজি করে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে মাছ পাখি মাছ তিনটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আব্দুল্লাহ ফিস আড়তে নিয়ে আসা হয়। এ সময় মাছগুলো এক নজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।

উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় মাছ তিনটি দশ হাজার টাকায় কিনে নেন পটুয়াখালীর জাহাঙ্গীর নামের এক মাছ ব্যবসায়ী। প্রায় তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় ওই জেলের জালে পাখি মাছ তিনটি ধরা পড়ে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে চলাচলকারী এই মাছের বৈজ্ঞানিক নাম সেইল ফিস। এই মাছ ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।