ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৩৬ কেজি গাঁজাসহ আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
বগুড়ায় ৩৬ কেজি গাঁজাসহ আটক দুই

বগুড়া: জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে বগুড়া র‍্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

আটকরা হলেন নরসিংদী জেলার কাউরিয়া সাটিরপাড়া এলাকার জুয়েল মিয়া (৪৩) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সৈয়দপুর এলাকার কামাল উদ্দিন (৫১)।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে শহরের গোদারপাড়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশিকালে একটি পিকআপ (ঢাকা মেট্রো- ন-১২-২৮৩৩) থেকে ৩৬ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া ও কামাল উদ্দিনকে আটক করা হয়৷ এ সময় দুইটি সাদা ড্রাম, ও নগদ তিন হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।

তিনি জানান, আটক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।