ঢাকা: রাজধানী হাতিরঝিলে ছুরিকাঘাতে ফাহিম আহমেদ (১৯) নামে এক যুবক আহত হয়েছেন।
শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮ দিকে হাতিরঝিল পাবলিক টয়লেটের পাশে ডাবলু ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ফাহিম গুদারাঘাট এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। তার বাবার নাম রাজু আহমেদ। পেশায় তিনি বিভিন্ন মেলায় জিনিসপত্র বিক্রি করেন।
হাসপাতালে আহত ফাহিমের বন্ধু মো. ইসমাইল হোসেন ও মো. জাবেদ জানান, হাতিরঝিলে ফাহিম কয়েকজন বন্ধুকে নিয়ে ঘুরতে যান। তাদের সঙ্গে ছিল একজন মেয়ে বন্ধু। তখন ওই এলাকার কিছু বখাটে যুবক তাদের সঙ্গে তর্কাতর্কি করেন। এক পর্যায়ে ফাহিমের বন্ধু মাহবুব ও অপুকে তারা মারধর করতে থাকেন। এতে ফাহিম বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ফাহিম হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এজেডএস/আরবি