ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বন্যায় বান্দরবানে ৫৬ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত

কৌশিক দাশ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
বন্যায় বান্দরবানে ৫৬ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত

বান্দরবান: গেল কয়েক দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বান্দরবানের কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে বেশির ভাগ আবাদি জমি।

এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এ জেলার কৃষকেরা।

বান্দরবানে ৪ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পানিতে নষ্ট হয়ে গেছে জেলার ৭টি উপজেলার ক্ষেতের ফসল। এবারের বন্যায় জেলা সদরের পাশাপাশি লামা উপজেলা, আলীকদম উপজেলা ও রোয়াংছড়ি উপজেলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষকরা অনেকেই বেশি লাভের আশায় বাগান থেকে ফল ও সবজি বিক্রি করেনি। টানা বৃষ্টি আর বন্যায় কৃষি জমিতে টানা কয়েকদিন পানি জমে বেশিরভাগ ফসল নষ্ট হওয়ায় কৃষকেরা এখন চরম ক্ষতিগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে।

বান্দরবান সদর উপজেলার রেইচা এলাকার কৃষক মো. বশর বাংলানিউজকে জানান, এবারের বন্যা আমাদের সব শেষ করে দিয়েছে। ক্ষেতের সব সবজি নষ্ট হয়েছে গেছে।

রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গা এলাকার সবজি চাষি মো. মনজুর বাংলানিউজকে বলেন, এবারের বন্যা আমাদের জন্য একটি অভিশাপ। হঠাৎ বন্যার পানি বেড়ে আমাদের ক্ষেতের টমেটো, ক্ষিরা, তিতকরলা, কাকরোলসহ বিভিন্ন সবজি নষ্ট করেছে।  

সবজি চাষি মো. মনজুর বাংলানিউজকে আরও বলেন, এক দিকে বেশি সুদে ঋণ নিয়ে জমি চাষ করেছি আর অন্যদিকে বন্যার পানিতে সব ফসল নষ্ট হওয়ায় এখন পরিবার নিয়ে আমার মত অনেক কৃষক কষ্টে দিনযাপন করছে।

কৃষি বিভাগের তথ্য মতে, বান্দরবানে এক লাখ ২৪ হাজার ৭৮৯ হেক্টর আবাদযোগ্য জমি রয়েছে আর এবারের বন্যায় ২০ হাজার ৪২৪ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এত প্রায় ৫৬ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় কৃষিখাতে ক্ষতির পরিমাণ প্রায় ৩শত ১০ কোটি টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ এম. হাসান আলী বাংলানিউজকে জানান, পাঁচ ধরনের ফসল এবারের বন্যায় নষ্ট হয়েছে তারমধ্যে রোপা আউশ, রোপা আমন, বীজতলা, রোপা আমন ফসল ও গ্রীস্মকালীন সবজি। ফলের মধ্যে বেশি ক্ষতি হয়েছে কলা ও পেঁপে।  

তিনি আরও বলেন, ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে কৃষকদের তালিকা তৈরি করছি এবং প্রণোদনার মাধ্যমে কৃষকদের বিভিন্ন বীজ দেওয়ায় কার্যক্রম শুরু করেছি।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।