ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
গাজীপুরে বাসের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার নাওজোর এলাকায় বাসের ধাক্কায় মোতালেব (৩৫) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।  

রোববার (২০ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোতালেব সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ধর্মদাস গাতী এলাকার মরজেলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাসন থানার ইসলামপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন মোতালেব। শনিবার (১৯ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে হেঁটে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।