ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘সাঈদীর জন্য দোয়া করায়’ ইমামকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
‘সাঈদীর জন্য দোয়া করায়’ ইমামকে কুপিয়ে জখম

যশোর: শার্শা উপজেলায় জুমার নামাজে ‘জামায়াতে ইসলামীর সদ্য প্রয়াত নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করায়’ এক ইমামকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগীর নাম আশরাফুল ইসলাম আশা।

গতকাল সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার যাদবপুর গ্রামের কামারবাড়ি মোড়ে তিনি হামলার শিকার হন। বর্তমানে ইমাম আশা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নিজেই এ অভিযোগ করেছেন।

ইমাম আশা উলাশী ইউনিয়নের গিলাপোল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। গত শুক্রবার (১৮ আগস্ট) জুমার নামাজের খুতবার সময় তিনি সাঈদীর জন্য দোয়া করেন।

হাসপাতালে গিয়ে ঘটনার ব্যাপারে চিকিৎসাধীন ইমাম আশার সঙ্গে কথা হলে তিনি বলেন, গত শুক্রবার জুমার খুতবায় শেখ মুজিবুর রহমান ও দেলাওয়ার হোসেন সাঈদীর জন্য জন্য দোয়া করি। দোয়ায় সাঈদী সম্পর্কে আমার একটু বেশি বলা হয়ে যায়। সেদিন বিকেলে কয়েকজন মাস্ক পরা যুবক আমাকে হুমকি-ধমকি দেয়।

তিনি বলেন, গতকাল মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে নাভারণ বাজার থেকে গিলাপোল জামে মসজিদে যাচ্ছিলাম। পথে মুখোশধারী ৭-৮ জন যুবক বাঁধা দেয়। আমাকে একটি মাঠে নিয়ে চাকু ও ব্লেড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। পরে ওই এলাকার লোকজন আমাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে আমাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম এ ঘটনার বিষয়ে শুনেছেন। তবে কোনো লিখিত অভিযোগ পাননি। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেলাওয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করায় ইমামের মতো একজন ব্যক্তি হামলার শিকার হয়েছেন- বিষয়টি সমীচীন কিনা প্রশ্ন করলে ওসি বলেন, এমন কোনো তথ্য আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
ইউজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।