ঢাকা বিশ্ববিদ্যালয়: সন্তানের মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লার তার পিতা-মাতা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তারা এই দাবি করেন।
এতে বিন ইয়ামিন মোল্লার বাবা রফিকুল ইসলাম মোল্লা বলেন, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, আমার ছেলে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত ছাত্রদের অধিকার নিয়ে, জনগণের অধিকার নিয়ে, দেশের দুরবস্থা নিয়ে ন্যায়ের পথে বলেছে। এই ন্যায়ের পথে কথা বলতে গিয়ে কয়েকবার তার ওপর অসংখ্যবার হামলা হয়েছে, তাকে বারবার গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে আটকে রেখেছে এবং রাখছে। বিন ইয়ামিন মোল্লা কোনো চোর-ডাকাত নয়, সন্ত্রাসী নয়, জঙ্গি নয় সে একজন ছাত্র এবং একটি ছাত্র সংগঠনের সভাপতি। তারপরও তাকে একেরপর এক মামলা দেখিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে কি ছাত্ররা রাজনীতি শিখবে না! বিশ্ববিদ্যালয় তো শেখার জায়গা। এখানে রাজনীতি থেকে আচরণ, শিষ্টাচার সবকিছুই শিখবে ছাত্ররা।
তিনি আরও বলেন, একটি সংগঠন করার জন্য আজকে তাকে এরকমভাবে ধরে নিয়ে বার বার জেলখানায় রাখছে, আদালত জামিন দিচ্ছেন পরক্ষণেই আবার অন্য মামলা দেখিয়ে গ্রেপ্তার করে নিচ্ছে। এভাবে একজন বিশ্ববিদ্যালয় ছাত্রের জীবনকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে ওই ছাত্রের জীবনটা কই গিয়ে দাঁড়াবে! তাই আমার দাবি শুধু আমার ছেলের জীবনেই নয়, যারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে আসবে তারা যেন এই হয়রানির শিকার না হোন।
সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি মো. তারিকুুল ইসলাম বলেন, বিন ইয়ামিন মোল্লা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সব ধরনের ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা একজন ছাত্রনেতা। আমাদের ওপর নিয়মিতই নির্যাতন করা হচ্ছে। আমরা ছাত্র সমাজের অধিকার নিয়ে কাজ করি। ছাত্র সমাজ যখনই কোনো সংকটে পড়েছে এবং যেকোনো যৌক্তিক দাবি জানিয়েছে তাদের দাবির সঙ্গে সবার আগে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে ছাত্র অধিকার পরিষদ। আমরা বিন ইয়ামিন মোল্লার মুক্তি দাবি করছি এবং এরকম বেআইনিভাবে গ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা আগস্ট ২৫, ২০২৩
এসকেবি/এএটি