ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় লুডু খেলাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী সাহেনশাহকে (৩৪) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল তেজগাঁও থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে পল্লবীর চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী সাহেনশাহকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ভিত্তিতে তিনি জানান, ও ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২৩ জুলাই ভিকটিম রাজু (৩২) পল্লবী থানা এলাকায় আসামি সামসাদ আলীর (গুল্লা) সাথে মোবাইলে লুডু খেলছিল। একপর্যায়ে লুডু খেলা নিয়ে কথা কাটাকাটি হলে আসামি সামসাদ আলী (গুল্লা) ভিকটিমকে আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন। ভিকটিম প্রতিবাদ করায় পাশেই অবস্থান করা আসামি সাহেনশাহ ও তার প্রধান সহযোগীরা ফোন করে ঘটনাস্থলে এনে ভিকটিমের ওপর দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। পরে ভিকটিম রাজু গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এসময়ে ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকলে একপর্যায়ে আসামিরা সুকৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় ভিকটিমের স্ত্রী এবং প্রতিবেশীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গত ২৬ জুলাই সকালে রাজু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঘটনায় ভিকটিমের স্ত্রী পল্লবী থানায় সাহেনশাহসহ অজ্ঞাতপরিচয় আরো ২/৩ জনের বিরুদ্ধে মামলা করেন। র্যাব-৪ এই বিষয়ে ছায়াতদন্ত শুরু করে।
আসামি সাহেনশাহকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এমএমআই/এএটি