মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে নিজ বাড়ির ভবনের সিঁড়ি থেকে পড়ে গিয়ে আলমগীর পাঠান (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর পাঠান ওই এলাকার এসকান্দার পাঠানের ছেলে। তিনি বাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজৈরের টেকেরহাট বন্দরের রড ও সিমেন্ট ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, আলমগীর তার ভবনের চারতলা থেকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ ব্যাপারে আমরা খোঁজ-খবর নিয়েছি।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
আরএ