ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ২০ টাকার জন্য দোকানিকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
নবাবগঞ্জে ২০ টাকার জন্য দোকানিকে হত্যার অভিযোগ

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়ায় মোশাররফ হোসেন (৪০) নামে মুদি দোকানিকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বিনোদনগর ইউনিয়নের চকধুলু নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত মোশাররফ একই উপজেলার চকধুলু নারায়ণপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার তফি উদ্দীনের ছেলে নুরনবী শনিবার দুপুরে মোশাররফ হোসেনের মুদি দোকানে কেনাকাটা করতে আসেন। এ সময় মোশাররফ আগের বকেয়া ২০ টাকা পরিশোধ করার জন্য বলেন। এতে নুরনবী ও মোশারফের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নুরনবী লোহার রড দিয়ে মোশাররফের মাথায় আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে মোশাররফের মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করা হয়। ঘটনার পর থেকে প্রধান আসামি নুরনবী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। তবে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।