ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

খুমেক হাসপাতাল থেকে ১১ দালাল আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
খুমেক হাসপাতাল থেকে ১১ দালাল আটক

খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ১১ জন দালালকে আটক করেছে র‍্যাব-৬–এর একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরের দিকে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে দুই জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি নয় জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।

১৫ দিনের জেল ও এক হাজার টাকা জারিমানার দণ্ডপ্রাপ্তরা হলেন—জ্যোতির্ময় শীল (২৮) ও লিটন মন্ডল (৩২)। বাকি নয়জনের মধ্যে আছেন—মো. শিফাজুর রহমান, মো. রিয়াজুল ইসলাম, ফিরোজা খাতুন, ফারুক হোসেন, ওসমান শেখ, রিয়া বেগম, আরাফাত আকুঞ্জি, আব্দুল্লাহ আল মামুন ও গোলম রাব্বারনী।

রোববার সকাল থেকে দালাল চক্রের সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করেন র‌্যাব-৬ এর সদস্যরা। হাসপাতালের ভেতরে বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহিঃবিভাগ ও বাইরের বেসরকারি ক্লিনিক থেকে দালাল সন্দেহে অনেককে ধরে নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে জড়ো করা হয়।

পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের জিজ্ঞাসাবাদ করে ১১ জনকে আইনের আওতায় এনে কারদণ্ড ও অর্থদণ্ড দেয়। আর বাকিদের ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দুইকর্মী জ্যোতির্ময় শীল ও লিটন মন্ডলকে ১৫ দিনের জেল ও এক হাজার টাকা জারিমানা করা হয়েছে। এছাড়া বাকি নয়জনকে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও হাসপাতালে ডিউটি করার অপরাধে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অন্যান্যদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা বলেন, সাধারণ রোগীদের কথা মাথায় রেখে আমার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো দালালমুক্ত করতে চাই। এর জন্য আগামীতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।