কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নে যুবককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
নির্যাতনের শিকার ওই যুবক মামলাটি দায়ের করেছেন।
রোববার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।
ওসি জানান, গতকাল শনিবার সকালে উপজেলার ভাউকসার ইউনিয়নের চৌত্তা পুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটেছে। পরদিন রোববার ইউপি সদস্যসহ সাতজন নামীয় ও পাঁচজন অজ্ঞাতনামাসহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে নির্যাতনের শিকার যুবক। এ ঘটনায় আমরা ইউপি সদস্যসহ এজাহার নামীয় মো. নুরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম ওরফে জহির মেম্বার ও রজ্জব আলীর ছেলে নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান।
মামলার প্রধান আসামি শৈলখালী গ্রামের জহির মেম্বার (৩৪)।
অন্য আসামিরা হলেন- আব্দুল খালেকের ছেলে শাহ পরান (২৮), চৌত্তা পুকুরিয়ার আবদুল মতিনের ছেলে ইয়াছিন (৩০), মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রিমন (২৬), সেকান্দর আলীর ছেলে মো. মিজান (৪৫), রজ্জব আলীর ছেলে নুরুল ইসলাম (৪২), নুরুল ইসলানের ছেলে মো. সোলাইমানসহ (২৮) অজ্ঞাতনামা পাঁচজন।
মামলার নথিতে বাদী হান্নান উল্লেখ করেন, ২৬ আগস্ট সকালে জহির মেম্বারের নেতৃত্বে ইউনিয়নের চৌত্তা পুকুরিয়া এলাকায় স্থানীয় আব্দুল জব্বারের ছেলে আবদুল হান্নানকে (৩২) বাড়ি থেকে ধরে আনা হয়। স্থানীয় নুরুল ইসলামের চা দোকানের ব্যাটারি চুরির বিষয়ে স্বীকারোক্তি আদায় করতে তাকে বেদম মারধর করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এসআরএস