ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

আবারও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
আবারও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান

ঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. মাহবুবুর রহমান।

দ্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডস অর্ডার, ১৯৭২ এর ধারা ৪(১) ও ধারা ৫(১) অনুযায়ী তাকে পুনরায় নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৯ আগস্ট) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তার আগের নিয়োগের ধারাবাহিকতায় এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ১ সেপ্টেম্বর থেকে এক বছর মেয়াদে চেয়ারম্যান পদে তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়।

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।