বরিশাল: নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশাল নগরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। এ সময় নগরের চাঁদমারিস্থ ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে অভিযানটি পরিচালিত হয়। ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনের ফ্রিজে আগের দিনের পচা-বাসি খাবার পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। যে কারণে ক্যান্টিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হোটেল, রেস্তেরাঁসহ যেকোনো সেবামূলক প্রতিষ্ঠানে মানুষ যখন এসে খাওয়া দাওয়া করবে, তখন তাকে টাটকা ও ফ্রেশ খাবার বিতরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটায় ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যান্টিনকে সতকর্তামূলকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যাতে খাবারের মান ঠিক রাখে এবং পরিচ্ছন্নভাবে পরিবেশন করা হয় সেজন্যও তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ টিম হাটখোলায় বাজার দর নিয়ন্ত্রণে অভিযান চালায়।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এমএস/এমজে