ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইবির প্রধান ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
ইবির প্রধান ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত

ইবি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের সঙ্গে থাকা রাজু মণল নামে অপর এক আরোহী।

তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ঈসরাইল।

জানা যায়, সাইফুল ইসলাম সুমনের (৩২) বাড়ি ঝিনাইদহের মহিষাকুণ্ডু গ্রামে। তার বাবার নাম আকুল মণ্ডল। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইলেকট্রনিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। কুষ্টিয়া থেকে ঝিনাইদহ বাসায় ফেরার সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন।   

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন সাইফুল ইসলাম ও রাজু মণ্ডল। বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান তারা। এসময় একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এসময় তারা দুইজনেই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল চালক সাইফুলের মৃত্যু হয়।  

এদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ঈসরাইল জানান, হাসপাতালে আসার আগেই সাইফুলের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় বুকে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় আধ ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন এবং ট্রাক ভাঙচুর করেন। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে।   

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বিপ্লব বলেন, দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালক পুলিশ হেফাজতে আছেন।  

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।