ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় আশাদুল হক (৪০) নামের এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে গাংনী উপজেলার নিশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে আসাদুল হক বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ—পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, নিশিপুর গ্রামের বাক ও শারীরিক প্রতিবন্ধী আসাদুল হক মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।