ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনার বিএনপি নেতা ঢাকায় গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, নভেম্বর ১৬, ২০২৩
খুলনার বিএনপি নেতা ঢাকায় গ্রেপ্তার

ঢাকা: নাশকতার মামলায় খুলনার দিঘলিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মো. এনামুল হাসান মাসুম ওরফে মাসুম গাজীকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনার দিঘলিয়া থানায় দায়েরকৃত একাধিক মামলার পলাতক আসামি গাজী মো. এনামুল হাসান মাসুম ওরফে মাসুম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।