ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

পাংশায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
পাংশায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।  

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাবুপাড়া ইউনিয়নের নয়ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাংশা উপজেলার কুড়িপাড়া গ্রামের আজাদের ছেলে গালিব ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লিমন। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই গালিবের মৃত্যু হয়। আহত লিমনকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনিও মারা যান।

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।