ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মধুখালীতে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
মধুখালীতে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় ইট বোঝাই ট্রাকের ধাক্কায় তপন কুমার রায় (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মধুখালী বাসস্ট্যান্ডের চিনিকলগামী সড়ক সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

তপন একই উপজেলার পশ্চিম গাড়াখোলা এলাকার মৃত গোকুল চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয়রা জানান, ওই পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পাঁচ চাকা বিশিষ্ট ইট বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাকে অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।