ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে বাসচাপায় বৃদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
গৌরনদীতে বাসচাপায় বৃদ্ধা নিহত

বরিশাল: বরিশালের গৌরনদীতে বাসচাপায় বেবি খানম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত বৃদ্ধা উপজেলার তাঁরাকূপি গ্রামের মৃত করম আলী শাহর স্ত্রী।

গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের কটকস্থল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন এক বৃদ্ধা। এ সময় দ্রুতগতির সেভেন স্টার পরিবহনের বাস বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  

ওসি আরও জানান, বাসটি বরিশালের উদ্দেশ্যে গিয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে।  

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।