ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের ছবি: প্রতীকী

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে আব্দুর রহিম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার জামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রহিম উপজেলার লেমুয়া এলাকার মৃত আবু বক্করের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে মাটিরাঙ্গা থেকে মোটরসাইকেলে করে মানিকছড়ি ফিরছিলেন রহিম। পথে জামতল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে। ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।