ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে, ২ মাছ বিক্রেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে, ২ মাছ বিক্রেতা নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়লে চাকায় পিষ্ট হয়ে দুই মাছ বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা নাকাইহাট ভায়া সড়কের ধর্মপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের নরেন দাসের ছেলে হরেন চন্দ্র দাস (৫৫) ও  একই গ্রামের মহেন্দ্র দাসের ছেলে প্রতাপ চন্দ দাস (৩৫)।

আহতরা হলেন, একই এলাকার আইজাল সরদার (৬৭), তোহা (৫৫), আজাদুল (৪৫), বিজেন চন্দ্র (৩৮) ও আশরাফ সরকার (৬৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মপুর বাজারে কয়েকজন জেলে মাছ বিক্রি করছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে মাছ বিক্রেতাসহ কয়েকজনকে চাপা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক হরেন চন্দ্র ও প্রতাপকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামছুল আলম শাহ দুই মাছ বিক্রেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে গেলেও স্থানীয়রা প্রাইভেট কারটি আটক করে পুলিশে দেয়।  

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
আরএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।