ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি এমপি বলেছেন, শিশু পরিবারে নিবাসীদের ক্রীড়া প্রতিযোগিতায় পারদর্শিতা দেখে মনে হয় তারা ভালো আছে। তাদেরকে জন্য আরো ভালো পরিবেশ নিশ্চিত করা হবে।
মন্ত্রী শনিবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগের বিভিন্ন সরকারি শিশু পরিবার ও আবাসিক প্রতিষ্ঠানের নিবাসীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত ঢাকা বিভাগের ১৩টি জেলার ২৬টি প্রতিষ্ঠানের নিবাসীদের অংশগ্রহণে দু'দিন ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শিশুদের পরিচর্যার মান আরো উন্নত হবে। তাদের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমগুলো আরও অনেক জোরদার হবে। যাতে এই নিবাসীদের মাঝে দেশের অনেক ভালো ক্রীড়াবিদ, সংস্কৃতির নানা ক্ষেত্রে নানা প্রতিভা বেরিয়ে আসবে।
এর আগে মন্ত্রী বিভিন্ন ইভেন্টে একক ও দলগত বিজয়ীদের হাতে মেডেল, ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ সচিব মো: খায়রুল আলম সেখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৮,২০২৪
এমআইএইচ/এমএম