ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

পুনরায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান জাহিদ তুষার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
পুনরায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান জাহিদ তুষার

ঢাকা: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন সাংবাদিক হাসান জাহিদ তুষার।  

রোববারে (জানুয়ারি ২৮) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় 

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. আশরাফুল আলম সইকরা প্রজ্ঞাপনে বলা হয়, জনাব হাসান জাহিদ তুষার-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে গ্রেড-৪ ভুক্ত নির্ধারিত বেতনে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

২০১৯ সালের ৪ মার্চ প্রথম প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পান সাংবাদিক হাসান জাহিদ তুষার। তখন থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এমইউএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।