ঢাকা: সেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিতের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ‘বডি ওর্ন ক্যামেরা লাইভ স্ট্রিমিং’ চালু করেছে হাইওয়ে পুলিশ।
একই সঙ্গে মহাসড়কে যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দ্রুত সহায়তা দিতে ‘হ্যালো এইচপি’ অ্যাপ আগেই চালু করেছে পুলিশের এই ইউনিটটি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ-২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই ‘বডি ওর্ন ক্যামেরা’ উদ্বোধন করেন।
এবার হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহের স্লোগান ‘সুশৃংখল সুরক্ষিত মহাসড়ক’।
হ্যালো এইচপি অ্যাপসের মাধ্যমে মহাসড়কে কেউ বিপদে পড়লে জানানোর ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে হাইওয়ে পুলিশের যেকোন ইউনিট সেবা দিতে পৌঁছে যাবেন।
কিন্তু সারাদেশে জাতীয় আন্তর্জাতিক মহাসড়ক রয়েছে ২২ হাজার কিলোমিটার। এরমধ্যে মাত্র ২ হাজার ২৯১ কিলোমিটার হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণাধীন আছে।
এসময় হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেন, বডি ওর্ন ক্যামেরার সাহায্যে মহাসড়কে হাইওয়ে পুলিশের সব অপারেশনাল কার্যক্রম কন্ট্রোল রুমের মাধ্যমে কেন্দ্রীয় ও আঞ্চলিকভাবে সরাসরি তদারকি করা হচ্ছে। তাছাড়া হ্যালো এইচপি অ্যাপের মাধ্যমে মহাসড়ক ব্যবহারকারী সকল যাত্রীসাধারণ মুহূর্তের মধ্যেই ইমার্জেন্সি বাটনে স্পর্শ করে হাইওয়ে পুলিশের জরুরি সেবা গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
পিএম/এমএম