ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে নারীর অস্বাভাবিক মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
খিলক্ষেতে নারীর অস্বাভাবিক মৃত্যু 

ঢাকা: রাজধানী খিলক্ষেত ব্যাপারি পাড়া এলাকায় আফরোজা আক্তার (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আফরোজা আশুলিয়া এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতো।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বেলা ১২টার দিকে কুর্মিটোলা হাসপাতাল থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

আফরোজা তার স্বামী আশিকুর রহমানের সঙ্গে খিলক্ষেত ব্যাপারী পাড়া একটি বাড়ির দ্বিতীয় তলায় থাকতো। প্রেম করে তারা আনুমানিক তিন বছর আগে বিয়ে করে। ১৫ মাস বয়সী তাদের একটি সন্তান আছে।

আফরোজার স্বামীর কাছ থেকে প্রাথমিকভাবে জানা যায়, গতকাল রাতে পারিবারিক কারণে স্বামী স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। এই কলহের কারণে অভিমান করে আজ ভোরের দিকে আফরোজা বাসার বারান্দায় গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার স্বামী এই দৃশ্য দেখতে পেয়ে স্ত্রীকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফরাকের মৃত ঘোষণা করে।

পরে পুলিশ সংবাদে কুর্মিটোলা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এজেডএস/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।