ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সরকার ৩৭৩৩ কিলোমিটার নদী খনন করেছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
সরকার ৩৭৩৩ কিলোমিটার নদী খনন করেছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী 

ঢাকা: দেশের নৌ-যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক রাখার লক্ষ্যে নদীর নাব্যতা বাড়াতে বর্তমান সরকার ৪৯১টি নদী খননের একটি ড্রেজিং ধারণা পত্র তৈরি করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ইতোমধ্যে বিআইডব্লিউটিএ ৩৭৩৩ কিলোমিটার নৌপথ খননের মাধ্যমে নাব্য করা হয়েছে বলেও তিনি জানান।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের এম, আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে নৌপরিবহন প্রতিমন্ত্রী এ সব তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার রাজধানী ঢাকাসহ দেশের নৌযোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার বিগত ১৫ বছরে (২০০৯ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত) বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মোট ৩৫টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে মোট ৫ প্রকল্প বাস্তবায়ন করেছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, দেশের নৌ-যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক রাখার জন্য নদীর নাব্যতা বৃদ্ধি করতে বর্তমান সরকার ৪৯১টি নদী খননের একটি ড্রেজিং কনসেপ্ট পেপার তৈরি করা করেছে। উক্ত কনসেপ্ট পেপার অনুযায়ী বিআইডব্লিউটিএ ১৭৮টি নদী এবং পানি উন্নয়ন বোর্ড ৩১৩টি নদী খনন করবে। ইতোমধ্যে বিআইডব্লিউটিএ কর্তৃক নৌপথ খননের মাধ্যমে ৩৭৩৩ কিলোমিটার নৌপথ নাব্য করা হয়েছে। এছাড়া বিআইডিব্লউটিএ কর্তৃক চলতি অর্থবছরে (২০২৩-২০২৪) মোট ১৪টি উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নাধীন (চলমান) রয়েছে।

এম আব্দুল লতিফের আরেকটি প্রশ্নের উত্তরে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা’ শীর্ষক বইয়ের তথ্যমতে বাংলাদেশে বর্তমানে মোট নদীর সংখ্যা ১০০৮টি। পরবর্তীতে জেলা প্রশাসক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হতে আরও নদীর সংখ্যা পাওয়া গেছে। প্রক্রিয়াটি চলমান আছে। বর্তমানে জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশে ৯৩১টি নদী প্রবহমান রয়েছে এবং নাব্যতা হারিয়েছে এমন নদীর সংখ্যা ৩০৮টি। ঢাকা বিভাগে নাব্য নয় নদীর সংখ্যা ৮৫, রংপুর বিভাগে ৭১, রাজশাহী বিভাগে ১৮, বরিশাল বিভাগ শূন্য, চট্টগ্রাম বিভাগে ১১, সিলেট বিভাগে ১০, ময়মনসিংহ বিভাগে ২৬ এবং খুলনা বিভাগে ৮৭টি।

বাংলাদেশ সময় ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এসকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।